কনকনে ঠান্ডায় কাঁপছে দেশ ।। শীতের তীব্রতা বৃদ্ধি

Pic,Tanda,Juriএম এম সামছুল ইসলামঃ ভোরে চারদিকে অন্ধকার কুয়াশা। বেলা বাড়লেও দেখা মিলেনি সূর্যের। সন্ধ্যায় কনকনে বাতাস। প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বের হচ্ছে না। মাঘের প্রথম বৃষ্টির পরই রাত থেকে তাপমাত্রা নামছিল। গত তিনদিনে কনকনে শীত বইছে সারাদেশে। এতে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও এর আশপাশের এলাকাগুলোতে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশা পড়ছে। সকালে হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। গত দু’দিন যাবত দেখা মিলেনি সূর্যের। হিমশীতল বাতাসের কারণে ঘর থেকে বের হতে পারছেনা খেটে খাওয়া মানুষ। ঠান্ডার কারণে বোরো রোপণ ব্যাহত হচ্ছে। বাড়ছে রোগ-বালাই। বৃদ্ধ ও শিশুরা শর্দি-জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হাপানীসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতাল ও কিনিকে বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়াবিদরা দেশের অধিকাংশ স্থানে মৃদু শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছেন। সিলেট বিভাগের কোথাও কোথাও শৈত প্রবাহ শুরু হয়েছে। এটা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এ তীব্র শৈত প্রবাহ ও তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।