চা শ্রমিক নেতার উপর মামলায় প্রতিবাদে কমলগঞ্জে প্রতিবাদ সভা
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের শ্রমিক নেতা পজ কন্দের উপর হয়রানিমূলক মামলা করায় চা ছাত্র যুব পরিষদের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে আলীনগর চা বাগান শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চা ছাত্র যুব পরিষদ নেতা সজল কৈরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুমন কৈরী, সঞ্জয় কৈরী, তাম্বির বাক্তী, চন্দন বাক্তী। প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাম ভজন কৈরী। বক্তারা বলেন, লাখাইছড়া চা বাগানের ৩০টি শ্রমিক পরিবারের চাষাবাদের জমি পার্শ্ববর্তী জুলেখা নগর চা বাগান কর্তৃপক্ষ জবর দখল করে নেন। তার প্রতিবাদে লাখাইছড়া চা বাগানের শ্রমিকদের সাথে নিয়ে জোর প্রতিবাদ করেছিলেন এ চা বাগানের শ্রমিক নেতা পংকজ কন্দ। ফলে জুলেখা নগর চা বাগান কর্তৃপক্ষ প্রায় তিন মাস আগে পংকজ কন্দের উপর হয়রানী মূলক একটি মামলা দায়ের করেছেন। প্রতিবাদ সভায় বক্তারা জোর দাবী জানান, অবিলম্বে পংকজ কন্দের উপর করা মামলাটি প্রত্যাহার করে ও লাখাইছড়া চা বাগান শ্রমিকদের চাষের জমি ফেরৎ দিতে হবে।