ওয়াদা করুন, আগামীতে নৌকায় ভোট দেবেন
ডেস্ক রিপোর্টঃ সিলেট আলীয়া মাদরাসা মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীদিনে নৌকায় ভোট দেওয়া আহ্বান জানিয়েছেন। নিজের বক্তব্যে শেষ দিকে জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ওয়াদা করুন, আগামীতে নৌকায় ভোট দেবেন।
এসময় উপস্থিত জনতা হাত তুলে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনে সিলেটের সব আসনে আপনার নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করেছেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশের স্বাধীনতা পেয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আজকে দেশের উন্নতি হচ্ছে। তাই আগামীতেও কখনো নৌকা মার্কাকে ভুলবেন না। আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবেন তো? হাত তুলে ওয়াদা করেন।
শেখ হাসিনা বলেন, নৌকাই দেবে শান্তি, সমৃদ্ধি, উন্নতি।
বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ-সন্ত্রাসের স্থান হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “ আপনারা সজাগ থাকবেন। আপানাদেরকেও লক্ষ রাখতে হবে যেন কোনও ছেলে-মেয়ে, কেউ যেন জঙ্গিবাদীর কাছে যেন না যেতে পারে।”
নিজের বক্তব্য শুরু আগে কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
জনসভা শুরুর বেশ আগেই জনসমাগমে আলিয়া মাদ্রাসা মাঠ পূর্ণ হয়ে ওঠে। শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য আশপাশের রাস্তা ও বাড়িঘরের ছাদেও ভিড় দেখা যায়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর ঘিরে পুরো সিলেট নগরীকে সাজানো হয় মনোরম সাজে।