জিন্দাবাজারে ব্যবসায়ীকে মারধর, অপহরণের চেষ্টা
ডেস্ক রিপোর্টঃ নগরীর জিন্দাবাজারে মঙ্গলবার এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। তবে এসময় তাদের মারধরে আহত ব্যবসায়ী রাসেল আহমদ (৩০) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
নগরীর মিরাবাজারের এলাকার রাসেল আহমদ জানান, বিকাল ৫টার দিকে নগরীর জিন্দাবাজার থেকে তিনি আম্বরখানা যাচ্ছিলেন। আলহামরা মার্কেটের সামনে পৌঁছলে ১০/১২ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে মারধর করে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকসায় তুলে। এক পর্যায়ে তিনি লাফ দিয়ে রাস্তায় পড়ে চিৎকার করলে উপস্থিত লোকজন ও পুলিশ এগিয়ে আসে। ফলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।