নবীগঞ্জে টমটম উল্টে আহত ৩
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জে ব্যাটারী চালিত টমটম গাড়ী উল্টে ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সোমবার বিকেলে উপজেলার হরিধরপুর গ্রামের নিকটে যাত্রীবাহী একটি ব্যাটারী চালিত টমটম উল্টে ৩ যাত্রী আহত হন। আহতরা হলেন,স্থানীয় প্রজাতপুর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী রোজিনা বেগম(৩৫),মন্তাজ মিয়ার স্ত্রী মানিকজান বিবি(৪৫) ও ছেলে রাজন(১০)। আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।