জকিগঞ্জে ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

জকিগঞ্জ প্রতিনিধি: পার্থ সারথী মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে জকিগঞ্জে পৃথকভাবে জন্মাষ্টমী পালিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানের ভক্তবৃন্দরা রং-বেরংয়ের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন সহকারে পৃথক-পৃথকভাবে বর্ণাঢ্য শুভাযাত্রা করে। উপজেলা পূজা পরিষদের উদ্যোগে পৌর শহরের শ্রী শ্রী শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভূর শ্রীমন্দির প্রাঙ্গনে সার্বজনীন জন্মাষ্টমী উপলক্ষে গীতা পারায়ন, আলোচনা সভা ও পৌর শহরে বর্ণাঢ্য শুভাযাত্রা অনুষ্টিত হয়েছে। সকাল ৯টায় শাস্ত্রীয় সময় অনুসারে শ্রীকৃষ্ণ পূজার মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের উদ্বোধনের মধ্য দিয়ে শুভাযাত্রা শুরু হয়। শুভাযাত্রা শেষে শ্রী শ্রী শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভূর শ্রীমন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় জ্যোতিষ চন্দ্র পালের সভাপতিত্বে ও অনন্যা কর তন্নীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, অধ্যক্ষ জালাল উদ্দিন, উপজেলা আ.লীগ যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা পূজা পরিষদ সভাপতি নীলমনি রায়, সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ, যুগ্ম আহবায়ক হীরালাল বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন- জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রণয়জিত দাস, নারায়ন মল্লিক, ডা: দিগেশ চন্দ, তরুন বিশ্বাস, ডা: দিলিপ দাস, শুভ্রকান্তি দাস চন্দন, ডা: বাবুল চন্দ্র নাথ, যজ্ঞেশ্বর বিশ্বাস, সিতাংশু বিশ্বাস, সুজন দে, মঙ্গলাল বিশ্বাস, অপূর্ব পাল, রাসবিহারী বিশ্বাস, বিধান চন্দ্র পাল, সুধন্য বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন জয়লাল বিশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। জন্মাষ্টমী অনুষ্ঠানে বিয়ানীবাজারের আলীপুর গ্রামের নৃত্যগোষ্ঠী নৃত্য পরিবেশন করেন।

এদিকে পৌর শহরের আলমনগর ঠাকুর পাড়ায় শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির প্রাঙ্গনে সার্বজনীনভাবে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের অপর ব্যানারে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়। উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের উদ্বোধনের মধ্য দিয়ে হাজারো ভক্তবৃন্দের পদচারণায় বর্ণাঢ্য শুভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির প্রাঙ্গনে মিলিত হয়। মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে বিজয় দত্ত পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায়ের সঞ্চালনায় শুভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী হরিদাসানন্দজী ও সিলেট ইসকন মন্দিরের প্রভূ অকিঞ্চন গৌর দাস। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন, উপজেলা আ.লীগ যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, আব্দুল আহাদ, ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি ভুলন দেব পার্থ, সাধারণ সম্পাদক নির্মল রায়, সনাতন রায়, মিহির রঞ্জন রায়, দুর্গেশ রায়, পরেশ চন্দ্র মল্লিক, নবেন্দু রায়, বুদ্ধি ভূষণ বিশ্বাস, পাচু মোহন বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, সিপুল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন বাবু কৌশিক কান্তি শর্ম্মা। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায়। জন্মাষ্টমী উপলক্ষে বিয়ানীবাজারের আলীপুর থেকে আগত নৃত্যগোষ্ঠী শ্রী শ্রী রাধা-কৃষ্ণের প্রামান্য চিত্র প্রদর্শন করেন। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে জন্মাষ্টমী উদ্যাপিত হওয়ায় পুলিশ প্রশাসন সহ সুশিল সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ দত্ত পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায়।