সিলেটগামী মিতালী বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩
ডেস্ক রিপোর্টঃ নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত বাসযাত্রীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের নরসিংদী ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস শাষপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী ও হাসপাতালে নেয়ার পথে এক নারীসহ বাসের তিন যাত্রী মারা যান। এ সময় আহত হন আরও ১০ জন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।