সিলেট রেজিষ্টার অফিসে নকল নবিশদের লাগাতার আন্দোলন
নিজেদের চাকুরী স্থায়ীকরণ ও বকেয়া আদায়ের দাবীতে কঠোর আন্দোলনে যাচ্ছে সিলেট জেলা রেজিষ্টার অফিসে কর্মরত সকল নকল নবিশ। সরকারের বিভিন্ন দপ্তরে এরকম যারা কর্মরত ছিল তাদের চাকুরী স্থায়ী করণ হলে ও রেজিষ্টারী অফিসের সকল এক্সটা মোহরার এর চাকুরী স্থায়ী করণ হয়নি। বারবার এ দাবী তুলা হলেও প্রতিবারই অদৃশ্যশক্তির বদৌলতে ব্যাস্তে যায় আন্দোলন। এবার বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখা ডাক দিয়েছে দেশ ব্যাপী আন্দোলন কর্মসূচীর। লাগাতার আন্দোলনের প্রথম দিন গতকাল জেলা সাব রেজেষ্টার অফিসের কর্মরত সকল নকল নবিশ বুকে কালো ব্যাজ ধারণ করে আন্দোলন কর্মসূচীর সূচনা করে। সপ্তাহ ব্যাপী আন্দোলনের কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৮ ও ১৯ জানুয়ারী দুপুর ১টা পর্যন্ত সকল অফিসে কলম বিরতি,২০ ও ২১ জানুয়ারী পূর্ণ দিবস কলম বিরতি ও মিটিং সমাবেশ, আন্দোলনরত নকল নবিশদের সাথে কথা বলে জানা যায়, সিলেট থেকে শুরু হওয়া আন্দোলন প্রথমে সিলেট বিভাগের ৪ টি জেলা এবং পরে দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং দাবী না মানা পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন। প্রেসবিজ্ঞপ্তি