কমলগঞ্জে পাহাড়ি এলাকার ব্রীজে ধ্বস : সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি এলাকায় একটি ব্রীজে ধ্বস দেখা দেয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রোববার বিকাল সাড়ে তিনটায় সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকার মাটি ১৫৭ নং ব্রীজ ধসে পড়ে। এতে ব্রীজটি ক্ষতিগ্রস্ত হয়ে রেল চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়।
ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের মাস্টার রুস্তুম আলী ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটের সাথে সারা দেশের সাড়ে ৩ ঘন্টা যাবত ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সিলেট এর সহকারী নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান রোববার সন্ধ্যা ৭টায় সমকালকে জানান, ছাতক থেকে মালপত্রবাহী ট্রেন সিলেট থেকে রোববার সন্ধ্যা পৌনে ৭টায় কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ব্রীজের সংস্কার কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে। এতে বিভিন্ন রেলওয়ে ষ্টেশনে আটকা ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।