সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ এর দ্বি-বার্ষিক নির্বাচন
সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ এর দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার নগরীর সোবহানিঘাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন বিজিত চৌধুরী, নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালন করেন এ.এফ.ইউ. দৌলত ও এড. জুবায়ের বখত জুবের। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। মালিক গ্রুপের ১৭৮ ভোটারের মধ্যে ১৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।