এসআই মাসুদ সাময়িক বরখাস্ত
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার তাকে বরখাস্ত করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মোঃ মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল পুলিশ।
পুলিশের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের এ তদন্ত কমিটিতে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পুলিশ পরিদর্শক ছিলেন।
গত ৯ জানুয়ারি রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে মারধর ও ক্রসফায়ারে মেরে ফেলার ভয় দেখায় মোহাম্মদপুর থানার পুলিশ।
এ বিষয়ে পরদিন ১০ জানুয়ারি সকালে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন রাব্বি।