বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর.এ গনি’র ইন্তেকালে সিলেট জেলা বিএনপির শোক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত সহচর বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ও সংসদ সদস্য ড. আর.এ গনি’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
শুক্রবার এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন – দেশ ও জাতির বর্তমান দুঃসময়ে ড. আর এ গণির পৃথিবী থেকে বিদায় নেয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র চর্চার চরম সংকটকালে তাঁর মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের পরামর্শ ও উপস্থিতি ছিল খুবই জরুরী। আল্লাহ মরহুম ড. আর.এ গনি’কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
শোক প্রকাশ করেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ,এডভোকেট সামসুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।