গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে অভিনব কায়দায় স্বর্ণের দোকানে চুরি
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অভিনব কায়দায় পিছনের দরজা কেটে চুর প্রায় সাড়ে চার লক্ষ টাকার জুয়েলার্স সামগ্রী ও নগদ টাকা নিয়ে যায়। বৃহস্পতিবার ভোররাতে ঢাকাদক্ষিণ বাজারের হাসপাতাল রোডের নিউ পল্লব জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, জুয়েলার্স সামগ্রী ও নগদ অর্থ সহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি।
পল্লব জুয়েলার্সের মালিক পল্লব ভট্যাচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে যান। বৃহস্পতিবার সকালে এসে দেখেন পিছনের দরজা কাটা। তবে এ চুরির ঘটনার সাথে কারা জড়িত তা নিশ্চিত করে বলতে পারেননি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম এবং ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বেলাল আহমদ, সেক্রেটারী আব্দুল মান্নান সহ বণিক সমিতির নের্তৃবৃন্দ। ঘটনার সততা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অসি একে এম ফজলুল হক শিবলী বলেন এ চুরির ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।