একই ক্লাসে পড়ে বাবা-মা-ছেলে!
ডেস্ক রিপোর্টঃ রুটি-রুজির টানে পড়াশোনার পাঠই চুকিয়ে দিয়েছিলেন বলরাম মণ্ডল। যাকে বিয়ে করেছেন সেই কল্যাণীও স্কুলের গণ্ডি পেরোননি।
কিন্তু ইচ্ছেটা দমাতে পারেননি। অবশেষে স্কুলে ভর্তিও হয়ে যান দুজনেই। মাধ্যমিক পাশ করে এখন কলেজে যাচ্ছে তাদের ছেলে বিপ্লবও। আর ভাগ্যক্রমে কলেজে সহপাঠি-ই হয়ে গেছেন ছেলের। তিনজনই এখন উচ্চ মাধ্যমিকের পড়ুয়া।
রুপকথার এ গল্পটি ঘটেছে ভারতের নদিয়ার হাঁসখালির মামজোয়ান গ্রামে। আর এতে তাদের গল্পের চিত্রটাও এখন মুখস্ত এলাকাবাসীর। পিচ রাস্তা ধরে পাশাপাশি স্কুলমুখো তিনটি সাইকেল, একাদশ শ্রেণির তিন সহপাঠী বাবা, মা আর ছেলে!
৪০ বছরে বয়সে পৌঁছে মণ্ডল দম্পতি তাই রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে প্রাইভেটে মাধ্যমিক পাশ করেন বছর দুয়েক আগে।
নদিয়ার ধানতলার আড়ংঘাটা হাজরাপুর হাইস্কুলে কলা বিভাগের একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন ওরা। বিষয় বাংলা, ইংরেজি, দর্শন, শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস। স্কুল খুব কাছে নয়, বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।
বলরাম বলছেন, ‘পড়া আর হয়ে ওঠেনি। তবে কষ্টটা ঘুন পোকার মতো তাড়িয়ে বেড়াতো জানেন।’
স্ত্রী কল্যাণীকে জিজ্ঞাসা করায় তিনিও জানান, পড়ার ইচ্ছে রয়ে গিয়েছে তারও। এ বার তাই এক সঙ্গে ফের নতুন করে শুরু করেছেন তারা।
বলমার বলেন, ‘আগের চেয়ে আর্থিক অবস্থা একটু ফিরেছে। পরিবারের সঙ্গে কথা বলে শেষতক তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এক সঙ্গে পড়ব।’
চাষের কাজ মিটিয়ে স্কুলের পথ ধরেন তিনি। কল্যাণীদেবীও সংসারের পাঁচটা কাজ সামলে, হেঁশেল টেনে তার পর পা রাখেন সাইকেলের প্যাডেলে।
বলছেন, ‘সংসারে তিনটি মাত্র মানুষ। তিন জনেই স্কুলে থাকি। স্কুল শেষে বাড়ি ফিরে তবে খাওয়া। তবু কী যে তৃপ্তি বলে বোঝাতে পারব না!’
তাদের প্রতিবেশিরাও এ ব্যাপারে বেশ সহমর্মী। পাশে রয়েছেন শিক্ষকেরাও। বলরামবাবু বলেন, ‘স্যারেরা সব সময় উৎসাহ দেন। অসুবিধা হচ্ছে কিনা, খোঁজ নেন। তাদের মুখ চেয়ে ভাল করে পাশ করতেই হবে।’
রাতে সপরিবারে পড়তে বসেন তারা। পড়া বুঝতে অসুবিধে হলে ছেলে বিপ্লব দেখিয়ে দেয়। বিপ্লবের তিন গৃহশিক্ষকও মা-বাবাকে সাহায্য করেন।
বাবা-মার সঙ্গে স্কুলে যেতে কেমন লাগে? বিপ্লব জানাচ্ছে, ‘একই ক্লাসে পড়ায় আমাদের সুবিধা হয়েছে। বাবা-মায়ের সঙ্গে কোনো বিষয় আলোচনা করে পড়লে সহজে পড়া বোঝা যায়।’
স্কুলে এসে বয়সের ব্যবধান ভুলে যান মণ্ডল-দম্পতি। সহপাঠী সুপ্রিয়া বিশ্বাসের কথায়, ‘ওরা নিজেদের মতো লেখাপড়া করেন। আমাদের সঙ্গে মন খুলে কথা বলেন। পড়া বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করেন। কোনো বাধা নেই।’
আড়ংঘাটা স্টেশন থেকে সাড়ে আট কিলোমিটার দূরে চূর্ণী নদীর কাছে হাজরাপুর হাইস্কুল। এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা প্রায় ৮০০।
স্কুলের প্রধান শিক্ষক সুজিতকুমার হোতা বলছেন, ‘ওই দম্পতি ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন। কিন্তু, ওদের পড়ার আগ্রহ দেখে ভর্তি করে নিয়েছি। এখন দেখছি সে দিনের সিদ্ধান্ত ভুল ছিল না।’
স্কুলের শিক্ষকেরা জানাচ্ছেন, ছেলের সঙ্গে বাবা-মায়ের প্রতিযোগিতাও রয়েছে বেশ। পড়াশোনায় একটু পিছিয়ে থাকলেও ছেলেকে বার্ষিক পরীক্ষার নম্বরে ছেলেকে পিছনে ফেলতে চান বলরামবাবু।
পড়া ধরলে এক সঙ্গেই হাত তোলেন ওরা। যা শুনে কল্যাণীদেবী বলছেন, ‘দেখি না, কে বেশি নম্বর পায়? বাবা, ছেলে নাকি আমি!’
সূত্র: আওয়ার টাইমস