জাকার্তায় বোমা হামলায় নিহত ৬
ডেস্ক রিপোর্টঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পর পর কয়েক দফা বোমা বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১৪ জন বা তারও বেশি সংখ্যক ইসলামপন্থী জঙ্গি একযোগে হামলা চালায়।
জানা যায়, জাকার্তায় জাতিসংঘের কার্যালয়ের কাছেই অবস্থিত সারিনাহ শপিং সেন্টারের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সাথে গোলাগুলির খবরও পাওয়া যাচ্ছে। বিবিসি জানিয়েছে, পুলিশ পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। রাস্তায় এখনো স্নাইপার নিয়ে পুলিশের অভিযান চলেেছ। কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো কিছু এখনো জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কয়েকজন হামলাকারী এখনো আশপাশেই লুকিয়ে রয়েছে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে সেদেশের নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলের কাছ থেকেই জাতিসংঘের একজন কর্মকর্তা জেরেমি ডগলাস বিবিসিকে জানিয়েছেন বিস্ফোরণের পর পরই গোলাগুলি শুরু হয়। বিবিসির ইন্দোনেশিয়া সার্ভিসের সাবেক সম্পাদক কারিশমা ভাস্বানি বলেছেন, একদম ভিন্ন স্টাইলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
জঙ্গি হুমকির কারণে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই মুসলিম দেশে বেশ কিছুদিন ধরেই সতর্কতা বজায় রাখা হয়েছিল। হামলার পর স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলেছে জাকার্তার পুলিশ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশের মানুষকে ভয় না পেয়ে শান্ত থাকতে বলেছেন। এই হামলার পেছনে কারা জড়িত এ নিয়ে কোনো জল্পনা না করতেও ইন্দোনেশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানান জোকো উইদোদো। ২০০৯ সালে ম্যারিয়ট ও রিটজ হোটেলে হামলার পর জাকার্তায় এটাই সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় ঘটনা।