শাকিব খানকে সঙ্গে নিয়ে র্যাবের সংবাদ সম্মেলন
বিনোদন ডেস্কঃ গত মঙ্গলবার অশ্লীলতা এবং অডিও-ভিডিও পাইরেসি রোধে গঠিত টাস্কফোর্স রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড ও অশ্লীল সিডি উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অস্ত্রসহ ৯ ব্যক্তিকে আটক করেন। বিষয়টি নিয়ে বুধবার এফডিসিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব।
ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখে চিত্রনায়ক শাকিব খান। মূলত দেশের চলচ্চিত্র পাইরেসির কারণে মুখ থুবড়ে পড়ায় এ থেকে পরিত্রাণের উপায় খুঁজতে র্যাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত পাইরেটেড সিডি, অশ্লীল সিডি, পাইরেসি করার নানা যন্ত্রপাতি ও অস্ত্র প্রদর্শন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, নায়ক শাকিব খান, অমিত হাসান, নায়িকা পপি, পরীমণি, আইরিন, পরিচালক সোহানুর রহমান সোহানসহ প্রমুখ।