শ্রীমঙ্গলে হাতির পিঠে চড়ে আসলে বর!
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জঃ হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়া, পালকিতে বউ নিয়ে আসা আদিকালের পরিচিত ঘটনা। তবে বর্তমান যান্ত্রিক সভ্যতার এই যুগে এমনটা সাধারণত হয় না। তবে প্রাচীন যুগের মতো এবার হাতির পিঠে চড়িয়ে বরকে নিয়ে যাওয়া হয়েছে কনের বাড়ি। ১১ জানুয়ারী সোমবার দুপুরে সেই অসাধারন চিত্র দেখা গেল মৌলভীবাজার এর শ্রীমঙ্গল উপজেলার লালবাগে। সেখানে গিয়ে দেখা যায় অন্য রকম এই বরযাত্রায় তিনটি হাতির পিঠে চড়ে বরসহ কয়েকজন কনের বাড়িতে যাচ্ছে। পিছনে ব্যান্ডপার্টিও বাজনার সাথে সাথে চলছে গ্রামের মানুষ। এই ব্যতিক্রমী বরযাত্র দেখতে উৎসুক জনতা ভীড় জমায় এই বিয়ে বাড়িতে। বর এর ভগ্নিপতি সাংবাদিক সুলতান মাহমুদ জানান, কনের বাড়ী পাশাপাশি হওয়ায় বর সুলেমান আলীকে হাতির মাধ্যমে এ ঐতিহাসিক বরযাত্রার আয়োজন করা। এই ব্যতিক্রমী আয়োজনের পিছনে ছিলেন বরের বড় ভাই ইউপি সদস্য তাহের আলি সব্দর। উল্লেখ্য, সোমবার ঐ গ্রামের আলতাফ উদ্দিন এর ছেলে সোলেমান এর সাথে একই গ্রামের রমিজ উদ্দিন এর মেয়ে শারমীন আক্তার রিমা বিয়ে অনুষ্টিত হয়।