রেঙ্গা হাজীগঞ্জ ইছলাহুল উম্মাহ পরিষদের তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ ঈদগাহ মাঠে ইছলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে গতকাল সোমবার ১১ জানুয়ারী তাফসীরুল কুরআন মাহফিল ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়। জামেয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওঃ মহিউল ইসলাম বুরহানের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসীর পেশ করেন জামেয়া রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদীস মাওঃ শিহাব উদ্দিন,কাজির জামেয়া ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ হাবিবুর রহমান,জামেয়া রেঙ্গা মাদ্রাসার মাওঃ হাফিজ ফখরুল ইসলাম,ঢাকা থেকে আগত মাওঃ তাফাজ্জুল হক আজিজ, জামেয়া রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ হাফিজ নূরুল ইসলাম সুফিয়ান,হবিগঞ্জ থেকে আগত মাওঃ তাফহিমুল হক, জামেয়া রেঙ্গা মাদ্রাসার মাওঃ হাফিজ ফজলুর রহমান, কুলাউরা থেকে আগত মাওঃ আনোয়ারুল হক। এর আগে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়, ইছলাহুল উম্মাহ পরিষদের সভাপতি হাফিজ রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামেয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওঃ মহিউল ইসলাম বুরহান,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,হাফিজ আমিরুল ইসলাম, ইকবাল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি দিলোয়ার হোসেন,মোগলাবাজার ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক,রেঙ্গা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মুছা (আবু), সাধারণ সম্পাদক মুক্তার আহমদ,কোষাধক্ষ্য ফয়জুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন,দপ্তর সম্পাদক হাফিজ আব্দুর রহমান,সহ-প্রচার সম্পাদক হাফিজ কামিল,আব্দুল ওয়াহিদ। কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী হন গোলাপগঞ্জের এমসি একাডেমীর শিক্ষার্থী মারজান আক্তার চৌধুরী,২য় পুরস্কার বিজয়ী হন মদিনাতুল উলুম ক্বাসিমিয়া বালিকা মাদ্রাসার শিক্ষার্থী রাহনামা আক্তার, ৩য় পুরস্কার বিজয়ী হন মোহনা আইডিয়াল একাডেমীর শিক্ষার্থী আব্দুল মুমিন। প্রেস-বিজ্ঞপ্তি।