নুসরাত ফারিয়ার নতুন ঝলক (ভিডিও সহ)
বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। ভিন্নরূপে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। এর আগে দর্শক কখনো এ রূপে তাকে দেখেনি নি। পাঠক এমন কথা বলার কারণ হলো ‘হিরো ৪২০’ ছবির ওরে পিয়া গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকেই ক্রমেই দর্শকপ্রিয়তা বাড়ছে।
গানের কথাগুলো এরকম-জড়িয়ে ধরেছি তোকে হারানোর ভয়ে, ঝমিয়ে রেখেছি ছবি মনেরই খাতায়, ওরে পিয়া ওরে পিয়া মোরে পিয়া মোরে পিয়া খাম খেয়ালে তুমি তাকালে, তোর বৃষ্টিতে ভিজবে হিয়া, ওরে পিয়া ওরে পিয়া।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
ছবিতে নুসরাত ফারিয়া, ওম, আহমেদ শরীফ, শিমুল খান, তানভীর, রেবেকা, জিয়া ছাড়াও বিশাল, রিয়া সেন, আশীষ বিদ্যার্থী, প্রদীপ রাওয়াত, তুলিকা বসু, শুভাশীষ মুখার্জি এবং পার্থ স্বাতী অভিনয় করছেন। যৌথ প্রযোজনার এ ছবিটি ১৯ ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।