আইনজীবী প্রীতি ফুটবল ম্যাচ-২০১৬ ইং সম্পন্ন
খেলাধুলা ও বিনোদন মান সম্পন্ন মানসিকতা বিকাশ কার্যকর ভূমিকা রাখে
———–কাজী আব্দুল হান্নান
সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী আব্দুল হান্নান বলেছেন, পেশাগত কাজের পাশাপাশি বিনোদন ও খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা ও বিনোদন মানসম্পন্ন মানসিকতার বিকাশে কার্যকর ভূমিকা রাখে। আমাদের কাজের ফাকে খেলাধুলা ও বিনোদন প্রতিযোগিতার আয়োজন আমাদের কাজে সহায়তা করবে।
তিনি শনিবার ল’ইয়ার্স ফুটবল ফ্যানস আয়োজিত মাছুমপুরস্থ আবুল মাল আবুল মুহিত ক্রীড়া ভবনে আইনজীবী প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধক হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি বিশিষ্ট আইনজীবী এ কে এম শফিউল আলম আয়োজকবৃন্দ ও খেলা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
এডভোকেট নিজাম উদ্দিন’র সভাপতিত্বে ও এডভোকেট বদরুল আহমদ চৌধুরী পরিচালনায় প্রীতি ম্যাচের উদ্বোধনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবেক বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশোক পুরাকায়স্থ, সিনিয়র আইনজীবি মনির উদ্দিন আহমদ, এডভোকেট মোহাম্মদ লালা, বিজিত তালুকদার, জামিলুল হক জামিল, দিলীপ কুমার কর, কিশোর কর, আনোয়ার হোসেন, সুরুজ আলী, এম এ খান মানিক, রনজিত সরকার, রুহুল আনাম চৌধুরী মিন্টু, প্রশান্ত কুমার পাল, এটিএম ফয়েজ, সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, আতিকুর রহমান সাবু, মিসকাতুন নুর, এমদাদুল হক, মিছবাহব রহমান আলম, আজমল আলী, ফখরুল ইসলাম, গিয়াস উদ্দিন, হুমায়ন কবির, মাহফুজুর রহমান, নাসিরুজ্জামান নাজিম, সুমিত শ্যাম পাল, গোলাম রাজ্জাক জুবের, বিজয় কুমার দেব, আব্দুল খালিক, অজিজুর রহমান, অজিত কুমার দেব, শশাংক শেখর পাল, কল্যাণ চৌধুরী, এটিএম ফয়েজ, আব্দুল কুদ্দুছ, প্রদীপ ভট্রাচার্য্য, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
আইনজীবী সমিতি প্রীতি ফুটবল ম্যাচ সিলেট আইনজীবী সমিতির পাচটি বার হলের ৬টি দল অংশগ্রহণ করে। সুরমা স্পোটিং কাব বনাম ফোর ইলিভেন স্টার, লাল সবুজ ফুটবল টিম বনাম ওমেগা-১, সোনার বাংলা একাদশ বনাম টাইগার ইলিভেন মোট ছয়টি দল খেলা দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনেলে লাল সবুজকে হারিয়ে টাইগার ইলিভেন ০-১ গোলে বিজয় লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি