ধর্মঘটে হবিগঞ্জের সকল চা বাগান শ্রমিকরা, চলছে মহাসমাবেশ
ডেস্ক রিপোর্টঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চানপুর চা-বাগান এলাকার কৃষিজমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রচেষ্টার প্রতিবাদে আজ মহাসমাবেশ করছে চা শ্রমিকরা। মহাসমাবেশ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার সকল চা বাগানে ধর্মঘট ডাকা হয়েছে। এ জেলায় ২৪ টি বাগান রয়েছে। সকাল সাড়ে ১১টায় চানপুর চা বাগানের অর্থনৈতিক অঞ্চলের জন্য বাছাইকৃত জমিতে মহাসমাবেশ শুরু হয়।
মহাসমাবেশে অতিথি হিসেবে রয়েছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, সাংসদ ফজলে হোকসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, সিপিবি নেতা রুহিত হোসেন প্রিন্স, ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার, ন্যাপ নেতা পংকজ ভট্টাচার্য, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন প্রমুখ। চানপুর চা বাগান ভূমি রক্ষা পরিষদের সদস্য সচিব নিপেন পাল জানান, মহাসমাবেশ থেকে ভূমি রক্ষায় কঠোর কর্মসূচী দেওয়া হবে।