দিনদুপুরের রাজপথেই খদ্দের পটাচ্ছে তারা (ভিডিও সহ)
ডেস্ক রিপোর্টঃ গাজীপুর মহানগরের প্রাণ কেন্দ্র চান্দনা চৌরাস্তা বর্তমানে ভাসমান পতিতাদের দখলে রয়েছে। কোন প্রকারে তাদের থামানো যাচ্ছেনা বলে জনসাধারণের অভিযোগ। ভাসমান পতিতারা দলবন্ধ হয়ে চান্দনা চৌরাস্তার বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে তারা খরিদ্দার খুজতে থাকে। প্রকাশ্য রাস্তার উপর দাড়িয়ে বিভিন্ন রকম ভাব, ভঙ্গি দেখিয়ে তারা খদ্দের সংগ্রহ করে। খদ্দের সংগ্রহ করতে কেউ বাধাঁ দিলে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখানো হয়। তাই ওদের ভয়ে মুখ খোলার সাহস পায়না বলে অভিযোগ করেছে।
জানা যায়, বিকাল ৫টা বাজার সাথে সাথে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ভাসমান পতিতারা এসে চান্দনা চৌরাস্তায় জড়ো হয়। পরে তারা বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে খদ্দের সংগ্রহ করে চান্দনা চৌরাস্তা আবাসিক হোটেল গুলোতে নির্ভিঘেœ তারা তাদের পতিতাবৃত্তি চালায়। পতিতারা প্রতি খদ্দেরের নিকট থেকে ৫’শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। তিনি আরো জানান, ঐ সকল পতিতাদের সাথে চান্দনা চৌরাস্তার ফাঁড়ি পুলিশের সাথে শালিকা দুলা ভাইয়ের সম্পর্ক রয়েছে। যার কারণে দিনে দিনে চান্দনা চৌরাস্তা ভাসমান পতিতাদের দৌরাত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই চান্দনা চৌরাস্তার জনসাধারণের একটাই দাবি উক্ত ভাসমান পতিতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাশাপাশি আবাসিক হোটেল গুলোতে ঘন ঘন অভিযান চালানো।