সাংবাদিক সাকি’র মায়ের ইন্তেকালে জেলা প্রেসকাবের শোক
চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসকাবের সদস্য সাংবাদিক সাদিকুর রহমান সাকি’র মাতা জোছনা বেগমের ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা শেষে গতকাল বাদ আছর তার নিজ বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
জেলা প্রেসকাবের শোক : সিলেট জেলা প্রেসকাবের সদস্য সাংবাদিক সাদিকুর রহমান সাকি’র মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা কাবের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সিলেট জেলা কাবের পক্ষে সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।