শনিবার পুলিশ কমিশনার কাপের ফাইনালে খেলবেন জাতীয় তারকারা
স্পোর্টস ডেস্ক: সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও লাফার্জ সুরমা সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় লাফার্জ সুরমা পুলিশ কমিশনার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল খেলা ২ জানুয়ারি(শনিবার) সিলেট জেলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টায় থেকে অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় মুখোমুখি হবে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র এবং ইলেভেন ব্রাদার্স ক্লাব। বীর বিক্রমে আছেন তান্না, তুষার, সাইমন, মেহেদি, সানিদের মত তারকারা। অপরদিকে ইলেভেন ব্রাদার্সে খেলবেন জাতীয় তারকা অলক কাপালি, আবু জায়েদ রাহী, গালিব, নবাব, পলাশ। এছাড়াও সিলেটের অভিজ্ঞ কিছু ক্রিকেটারের পাশাপাশি দুই দলেই আছেন প্রতিশ্রুতিশীল কয়েকজন ক্রিকেটার।
খেলায় ক্রীড়ামোদী দর্শকদের জন্য আকর্ষণীয় র্যাফল ড্র ও পুরুষ্কার এর বিশেষ ব্যবস্থা রয়েছে। ফাইনাল খেলা উপভোগ করার জন্য সিলেটবাসীকে আহবান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।