ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরন
ছাত্রদলের নেতাকর্মীদেরকে দেশের ছাত্র সমাজের দায়িত্বশীল অভিভাবক হিসেবে গড়ে উঠতে হবে
——বদরুজ্জামান সেলিম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেছেন- জাতির অপরিহার্য প্রয়োজনকে সামনে রেখে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন। হাটি হাটি পা পা করে ছাত্রদল আজ দক্ষিণ পুর্ব এশিয়ার বৃহত্তম ছাত্রসংগঠন। দেশের যে কোন প্রয়োজনে ছাত্রদল সাহসী ও গুরুত্বপুর্ন ভুমিকা পালনের মাধ্যমে আপামর জনতার হুদয়ে ঠাই করে নিয়েছে। আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিতে হলে ছাত্রদলের নেতাকর্মীদেরকে দেশের গোটা ছাত্র সমাজের দায়িত্বশীল অভিভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ৬নং ওয়ার্ড ছাত্রদল আয়োজিত ৪র্থ শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন আহমদ মিন্টুর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদল নেতা সাজন আহমদ সাজুর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী, মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর এর সভাপতি জসিম উদ্দিন বাদল, সোনালী স্বপ্ন বাংলাদেশ এর চেয়ারম্যান আশরাফ গাজী। ছাত্রনেতা কাউসার আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আসাদুজ্জামান শহীদ, মহানগর ছাত্রদল নেতা সাইদ মাহমুদ ওয়াদুদ, আব্দুর রহমান, লাহিন আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, জাহেদ আহমদ, জুয়েল আহমদ, ফয়ছল আহমদ, ডেনি আহমদ, আজিজ হোসেন, শামিম আহমদ, রবিন হোসেন, আজিজ আ্হসান কুটি, উজ্জল আহমদ, তাজুল ইসলাম, সৌরভ হোসেন আক্কাস, হারুন আহমদ, নয়ন আহমদ, জালাল ইসলাম ও আরজু আলী।
দ্বৈত-ব্যাডমিন্টন প্রতিযোগিতার উত্তেজনাপুর্ন ফাইনাল খেলায় নয়ন আক্কাস জুটি বিজয় লাভ করে। রানার্স আপ হয় তাজু ডেনি জুটি।