কুলাউড়ায় ভোট কেন্দ্রে দায়িত্বরত এজেন্টের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে এক কাউন্সিলর প্রার্থীর এজেন্ট জাকির হোসেন গিয়াস (৪২) দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন। বুধবার বেলা সোয়া ১২টায় পৌরসভার কুলাউড়া ইয়াকুব তাজুল মহিল কলেজ সেন্টারে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সূত্রে জানা যায়, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফয়জুর রহমানের ফুল উটপাখি প্রতিকের এজেন্ট হিসেবে কুলাউড়া ইয়াকুব তাজুল মহিল কলেজ সেন্টারে দায়িত্ব পালন করছিলেন পৌর এলাকার সোনাপুর গ্রামের আলী আহমদের পুত্র জাকির হোসেন গিয়াস। সকাল ১০ দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। বেলা সোয়া ১২ দিকে প্রচন্ড ব্যথায় অনুভব হলে তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কাউন্সিলার প্রার্থী ফয়জুর রহমান ফুল ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দোহা পিপিএম এজেন্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।