গোলাপগঞ্জে নারী ভোটারের দীর্ঘ লাইন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
নোমান মাহফুজ: গোলাপগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। গোলাপগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমি, হাজী জছির আলী মডেল স্কুল, রনকেলী ২ নং প্রাথমিক বিদ্যালয় সহ বেশ ক’টি কেন্দ্রে পুরুষের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। দুই লাইনে সারিবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন নারী-পুরুষ ভোটাররা। তবে পুরুষের তুলনায় নারী ভোটারদের লাইন দীর্ঘ। গোলাপগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭৩৫ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৭৯৬ জন। এ পৌরসভার ৯টি ভোট কেন্দ্র ৫১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এ পৌরসভায় মেয়র পদে ৭, কাউন্সিলর ৪৩ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে সিলেটে সব উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সব কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। রিটার্নিং অফিসার সাইদুর রহমান জানান,এ পৌরসভায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। অপরদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে র্যাব ও বিজিবি।এদিকে সকাল ১০ টা থেকে গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করলেন বিভাগীয কমিশনার ফয়ছল আহমদ, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম খাঁন, রিটার্নিং অফিসার সাইদুর রহমান। অপরদিকে গোলাপগঞ্জ পৌরসভা এলাকায় নির্বাচনের কারনে সকাল থেকে সন্ধা ৬টা পযর্নন্ত সব ধরনের মোটরযান প্রবেশ নিষেধাজ্ঞা (সাংবাদিক ব্যথিত) জারি করা হয়েছে।