পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ পর্নোগ্রাফি আইনের মামলায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মিলন নকিববে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ৩টার দিকে শহরের টিনপট্টি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক মাহে আলম জানান, শহরের রোনাস রোডের বাসিন্দা মো. কাঞ্চন আলী খান বাদী হয়ে রোববার দুপুরে এ মামলাটি করেন। মামলায় ছাত্রলীগ নেতা ছাড়াও অজ্ঞাত আরও ছয় জনকে আসামি করা হয়েছে। মামলার পর প্রধান আসামি ছাত্রলীগ নেতা লিমন নকিবকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২৩ ডিসেম্বর দুপুরে লিমন নকিব দুই নারীসহ কয়েকজনকে নিয়ে কাঞ্চন আলীর বাড়িতে যান। এ সময় বাড়িতে তিনি ছাড়া আর কেউ ছিলেন না। এ সুযোগে অস্ত্রের মুখে মারধর করে তার পোশাক ছিঁড়ে ওই নারীদের সঙ্গে কাঞ্চন আলীর ছবি তোলেন ছাত্রলীগ নেতা। এরপর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় ওই শিক্ষক ঘরে ২৭হাজার টাকা দিলে ছাত্রলীগ নেতা তার লোকজন নিয়ে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।