ভোটের অধিকার, সার্বভৌমত্ব ও গনতন্ত্র ফিরে পেতে নৌকাকে হারাতে হবে

-বিএনপি সিলেট বিভাগীয় মনিটরিং সেল

BNP Logoদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ভোটের অধিকার, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গনতন্ত্র ফিরে পেতে আসন্ন পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার মাধ্যমে আওয়ামী বাকশালীদের নৌকাকে হারানোর জন্য দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানিয়েছেনে সিলেট বিভাগীয় বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে আসন্ন ৩০ ডিসেম্বর সারাদেশ তথা সিলেটের ১৬টি পৌরসভা নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপুর্ন ও অংশগ্রহনমুলক নিশ্চিত করতে প্রশাসন ও গনমাধ্যম সমুহের প্রতিও আহ্বান জানান তারা।
সোমবার এক যৌথ বিবৃতিতে বিএনপি সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ইনাম আহমদ চৌধুরী এবং সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন- দেশে চরম ক্রান্তিকাল চলছে। জাতির এই ক্রান্তিলগ্নে গনতন্ত্র ফিরিয়ে আনার বৃহত্তর স্বার্থে বিএনপি আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রতীকে অংশ গ্রহন করেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মাধ্যমে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল হতে হবে। পৌর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে শুধু বিএনপি নেতাকর্মী-সমর্থক নয়, জাতীয়তাবাদ ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী সকল মতের মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।