ঢাকাদক্ষিণ এলাকা নিয়ে গোলাপগঞ্জে মেয়র পাপলুর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য – প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী
স্টাফ রিপোর্টার: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী জনপদ ঢাকাদক্ষিণ এলাকাকে নিয়ে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলু শনিবার গোলাপগঞ্জ চৌমুহনীতে সন্ধায় নির্বাচনী পথসভায় ধৃষ্টতামূলক একটি বক্তব্য দেন। যার ফলে গোটা গোলাপগঞ্জ জুড়ে সৃষ্টি হয়েছে ক্ষোভ ঘৃণার। উত্তাল হয়ে উঠেছে ঐতিহ্যবাহী জনপদ ঢাকাদক্ষিণ এলাকা। সবার একটাই দাবী মেয়র পাপলুকে প্রকাশ্যে ঢাকাদক্ষিণবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ঢাকাদক্ষিণবাসী তার উচিত জবাব দিবে বলে জানিয়েছেন।
জানা যায়, গোলাপগঞ্জ পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু শনিবার গোলাপগঞ্জ চৌমহনীতে নির্বাচনী পথসভায় ‘ঢাকাদক্ষিন ইউনিয়নবাসীকে সন্ত্রাস ও অপরাধীদের অভয়াশ্রম’ বলে অশাীলন মন্তব্য করেছেন। তার এই মন্তব্যে উপজেলা জুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। অনুসন্ধানে জানা যায়, মেয়র পাপলুর মানসিক অবস্থা বর্তমানে খুবই খারাপ। নিজ দলের নেতাকর্মীহীন নিঃসংগভাবে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন, তার উপর নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে কয়েক দফা ভ্রাম্যমান আদালতের মুখোমোখি হতে হয়েছে। শনিবার অনুষ্ঠান চলাকালীন সময়ে আইন না মেনে পথসভায় মঞ্চ তৈরী করায় ভ্রাম্যমান আদালত পাপলুর মঞ্চ পুলিশ দিয়ে ভেঙ্গে দেন । এসময় আদালত উপস্থিত শতাধিক লোকের সামনে পাপলুকে কঠোরভাবে সতর্ক করেন। এরপরপরই উপস্থিত মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঢাকাদক্ষিন ইউনিয়নবাসীকে নিয়ে কটুক্তি করায় ঐদিন ঢাকাদক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মজির উদ্দিন চাকলাদার, ইউপি সদস্য সেলিম আহমদ মেম্বার, ছাত্রলীগ নেতা মনসুর আহমদ সহ ঢাকাদক্ষিনের সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাপলুর বক্তব্যে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তা প্রত্যাহার করে অভিলম্বে ক্ষমা চাওয়ার দাবী জানান। না হলে ঢাকাদক্ষিন ইউনিয়নবাসীকে নিয়ে পাপলুকে উচিৎ শিক্ষা দেওয়া হবে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে পাপলু দাবী করেন এসব কুচক্রি মহলের ষড়যন্ত্র।