মিয়ানমারে স্বর্ণ ও জেড খনিতে আবারও ভূমিধ্বসে অর্ধশত নিহতের আশঙ্কা (ভিডিও সহ)
ডেস্ক রিপোর্টঃ মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি সোনা ও জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অর্ধ শতাধিক মানুষ। শনিবার কাচিন রাজ্যের একটি সোনা ও জেড খনিতে এ ধসের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। হপাকান্ত শহরের প্রশাসক তিন্ত সুই মাইন্ট বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনও অর্ধ শতাধিক নিখোঁজ রয়েছেন। উল্লেখ্য এর আগে গত নভেম্বরে একই এলাকায় অপর এক ভূমিধসের ঘটনায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়।