চা বিক্রির টাকায় স্কুল চালান প্রকাশ (ভিডিও)
ডেস্ক রিপোর্টঃ পৃথিবীতে মহান কিছু করার জন্য অঢেল টাকা পয়সার দরকার পড়ে না। এর জন্য দরকার একটা বড় মনের। যা সবার মধ্যে থাকেনা। আর যাদের মধ্যে বড় কিছু করার ইচ্ছা থাকে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ ভারতের কটকের চা বিক্রেতা ডি প্রকাশ।
নিজে পড়ালেখা না করতে পারার হতাশা দূর করেন নিজের রোজগারের টাকায় বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে। নিজের রোজগারের অর্ধেকটা প্রতি মাসে নিয়ম করে খরচ করেন গরিবগুর্বো বাচ্চাদের পড়াশোনার পিছনে। কটকে তার টাকাতেই চলে দুঃস্থ বাচ্চাদের স্কুল। যেখানে এখন শিক্ষার্থীর সংখ্যা ৭০ এর ও বেশী।
মাত্র সাত বছর বয়সেই হাতে তুলে নিতে হয়েছিল চায়ের কেটলি। স্টেশনে দাঁড়ানো দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কাছে চা বেচতে বেচতেই প্রকাশের বড় হয়ে ওঠা। পড়াশোনায় সময় দিতে পারেননি। বছর ৫৮-র প্রকাশ শৈশব শিক্ষার সেই শূন্যস্থান আজ পূরণ করেন গরিব বাচ্চাদের পড়ার ব্যবস্থা করে।