শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত সভাপতি : গোপাল দেব চৌধুরী,সম্পাদক এম ইদ্রিস আলী
জীবন পাল,শ্রীমঙ্গল থেকে: প্রতি ২ বছর অন্তর প্রেসক্লাব নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যাজনিত কারনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচন না হওয়ায় দ্বীর্ঘ ৫ বছর পর টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠত হয়ে গেল শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট প্রদান। এ সময় প্রেসক্লাবের ৩৩ জন সদস্য স্বত:স্ফুর্তভাবে নিজেদের ভোট প্রদান করেন। ২৫ জন প্রার্থী এবারের ভোটযুদ্ধে নামলেও প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে মুজিবুর রহমান রেনু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইয়াসিন আরাফাত রবিন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: মামুন আহমেদ ও দপ্তর সম্পাদক পদে এম মুসলিম চৌধুরীএই ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী জয়লাভ করেন। অন্যদিকে ভোটের মাধ্যমে বিজয়ীরা হলেন, সভাপতি গোপাল দেব চৌধুরী, সম্পাদক এম ইদ্রিস আলী, সহ- সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সহ- সভাপতি ইসমাইল মাহমুদ, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহেল, শামীম আক্তার হোসেন, কায্যকরী সদস্য মধুসূদন চৌবে, সৈয়দ সায়েদ আহমেদ, মোহাম্মদ কাওসার ইকবাল, মাহফুজুর রহমান সুমন, এম এ রকিব।