দুবাইয়ে স্বাধীন বাংলা ব্যাডমিন্টনের ফাইনাল ও পুরস্কার বিতরণ
লুৎফুর রহমান, দুবাই: ২৫ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১০ টায় আরব আমিরাতের দুবাই মিউনিসিপ্যালিটি ক্যাম্প মাঠে স্বাধীন বাংলা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট পরিচালক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও আবু সাঈদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বাংলা মাসিক পত্রিকা মুকুল এর সম্পাদক লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা শাকিল আহমেদ, ডালিম উদ্দিন ও সুমেল আহমদ প্রমুখ। ফাইনাল খেলায় কুমিল্লা লরিছ গ্রুপ সিলেট এসআরকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সিলেটের সুলতান।
উল্লেখ্য, বিগত কয়েক বছর থেকে স্বাধীন বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করে আসছে স্থানীয় প্রবাসীরা। এবারে সিলেট, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, ফেনী সহ নানা জেলার দল অংশ গ্রহণ করে।