রক্ত রঙ্গে রাঙ্গায়িত পুকুর! (ভিডিও)
ডেস্ক রিপোর্টঃ জাপানের এই পুকুরের পানির রং লাল হবার কারনে পুকুরটিকে রক্তের পুকুর বলা হয়। অনেকে এই পুকুরকে নরকের পুকুরও বলেন। এখানে সফরে আসলে বিভিন্ন অদ্ভুদ সাইট দেখা যায়। এটি মেগাটনের সঙ্গে সমুদ্রের সম্মুখ অংশে অবস্থিত। এর বাকি অংশ আগ্নেয়গিরির সাথে সংযুক্ত। প্রাকৃতিকগত কারনেই এই পুকুরের পানির রং লাল।
রক্তের পুকুরে যাবার পথে কান্নাওয়া নামের একটি সরু পথ রয়েছে। এই পথে ভ্রমণের সময় বেপ্পু স্পা এর হাইলাইট দৃশ্য খুব সুচারুভাবে দেখা যায়। এখানে যে আটটি পুকুর মিলিত হয়েছে, তার মধ্যে বিভিন্ন রং রয়েছে। ঊর্মি জিগকু বা সি হেল এর রং গাড় নীল বর্ণের। এই নীল রং কোবল্ট এর কারনে হয়েছে। লাল গলিত কাদামাটির কারনে বেপ্পু এর রং লাল। আবারের ভ্রমণপথে টাটসুমাকি জিগোকু নামের একটি উষ্ণপ্রস্রবণ রয়েছে।
বেপ্পু এর আশেপাশে কিছু আরামদায়ক রিসোর্ট রয়েছে। যেখানে অবসরে বেশকিছু কার্যকলাপের সুযোগ রয়েছে। কিছু প্রাকৃতিক ভুমি পার্ক রয়েছে। যা খুব ভাল পর্যটন কেন্দ্র। সেখানে কিছু প্রাকৃতিক মনুমেন্ট ও লেক রয়েছে। আশেপাশে পার্বত্য অঞ্চল থাকার কারনে বিভিন্ন পর্বতে অবাধ বিচরণ করা যায়।
ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন