মুক্তিযুদ্ধের নাটকে মোশারফ করিম
“রবির আবির” মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিছবি। নির্মিত হয়েছে ২৬শে মার্চ কে উপলক্ষ করে। এই টেলিছবিতে মোশাররফ করিমকে জমজ চরিত্রে দেখা যাবে। হাবিব সাধারণ একটি ছেলে ও ফরহাদ কোরআনের হাফেজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। হাবিবের সাথে শুরমার প্রেম। ফরহাদও শুরমাকে পছন্দ করে। একসময় হাবিব ও শুরমা সবার অজান্তে বিয়ে করে ও শুরমা অন্তঃস্বত্ত্বা হয়। ইতিমধ্যে দেশে মুক্তিযোদ্ধ শুরু হয়। হাবিব যুদ্ধে চলে যায় ও শুরমার দায়িত্ব ফরহাদের ওপর দিয়ে যায়। এক সময় ঐ গ্রামে আর্মিরা ক্যাম্প করে। ও ফরহাদ জানতে পারে যে, বেলালকে ধরে নিয়ে আনার প্ল্যান করা হচ্ছে। তখন সে নিজের ভাইকে রক্ষা করার জন্য ও প্রিয়জনের মুখ চেয়ে, নিজের রূপ বদল করে দাঁড়ি কেটে এবং হাবিবের রূপ ধারণ করে আর্মিদের কাছে ধরা দেয় এভাবেই এগিয়ে চলে রবির আবিরের গল্প। Sweet Chili Films Production থেকে নির্মিত হয়েছে রবির আবিরের টেলিফিল্ম। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন- মোশাররফ করিম, এলিনা শাম্মী, সামিয়া, কাজী রাজু, পলাশ আলী, মানিক ভাই সহ আরো অনেকে।