ফারিনা বাংলাদেশে হয়রানির শিকার হয়েছেন: পাকিস্তান
ডেস্ক রিপোর্টঃ প্রত্যাহার করে নেয়া পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী ফারিনা আরশাদ ‘ভিত্তিহীন’ অভিযোগে বাংলাদেশে ক্রমাগত হয়রানীর শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে ওই নারী কূটনীতিকের বিরুদ্ধে ‘বানোয়াট’ এবং ‘উদ্দেশ্যেমূলক’ নিরবিচ্ছিন্ন মিডিয়া প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার কথিত অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের তরফে কড়া প্রতিবাদ করা ছাড়াও বিষয়টি নিয়ে কথা বলতে ইসলামাবাদস্থ বাংলাদেশের হাইকমিশনারকে আগে দু’বার তলব করা হয়েছিল।
উদভূত পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকে প্রত্যাহার নেয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে ১৯৭৪সালে সম্পাদিত ত্রিদেশীয় চুক্তি মেনে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায় পাকিস্তান।