‘তুই সর। নাইলে পিষ্যা ফালামু তোরে’ খ্যাত ঘাতক বাস চালক রিমান্ডে

60261ডেস্ক রিপোর্টঃ অটোরিকশা চালক মো. ফারুককে চাপা দিয়ে হত্যার অভিযোগে করা মামলায় বাসচালক আবদুল মজিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এর আগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিহত ফারুকের ভাই মো. হারুনের দায়ের করা মামলায় বিকেলে মজিদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর উত্তরায় জসীমউদদীন রোডের মোড়ে ‘তুই সর। নাইলে পিষ্যা ফালামু তোরে’ এ কথা বলেই তেঁতুলিয়া পরিবহনের চালক ফারুক তার যাত্রীবাহী বাসটি তুলে দেন অটোরিকশাচালক ফারুকের ওপর। এতে ফারুকের মৃত্যু হয়। পরে বাসটি আধা কিলোমিটারের মতো পেরিয়ে আজমপুর বাসস্ট্যান্ডে গেলে যাত্রীরা ফারুককে আটক করে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন।