ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের রাউলী গ্রামের তারুন্যিক সংগঠন লিটল সার্ভ কাবের ৫ম ইসলামী সুন্নি মহাসম্মেলন গত ২২শে ডিসেম্বর ২০১৫ ইং রোজ মঙ্গলবার বিকাল ২ ঘটিকা হইতে পর দিন ফজর পর্যন্ত স্থান রাউলী কেন্দ্রীয় খেলার মাঠে ঝাকজমকভাবে অনুষ্টিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, হাফিজ ক্বারী মো: নাজিম উদ্দিন, ইমাম রাউলী পূর্ব পাড়া জামে মসজিদ এবং পরিচালনা করেন সংগঠনের সভাপতি রাসেল আহমেদ দীপু। প্রধান অতিথির বয়ান পেশ করেন, মুফতি মাওলানা হাফিজ মো: মনিরুজ্জামান, ভাইস প্রিন্সিপাল তৈয়ূব্যিয়া কাদেরিয়া কামিল মাদ্রাসা ঢাকা। প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখকও গবেষক, ছাতকের গর্ব রাউলীর কৃতি সন্তান মুফতি মুহাদ্দিস মাওলানা মো: কমরউদ্দিন। বিশেষ অতিথির বয়ান পেশ করেন মুফতি মাওলানা হাফিজ তাজুল ইসলাম তাহেরী, শ্রীমঙ্গলী ও হাফিজ ক্বারী আশরাফ আলী নোমানী, ইমাম রাউলী পশ্চিম পাড়া জামে মসজিদ। এছাড়া ও সংগঠনের নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ- সভাপতি সাজু আহমেদ, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সেজুল, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন জুয়েল, প্রচার সম্পাদক সুমন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক দিল্লাছ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবজল আহমদ ও প্রথমে পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মো: মোসাদ্দেক আহমদ, সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী ড্যানিয়েল আহমেদ।