হোটেল শ্রমিকনেতা নয়ন সরকারের অকাল মৃত্যুতে শেরপুরে শোকসভা
মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর সদস্য এবং শেরপুর আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক নয়ন সরকারের(৩৮) অকাল মৃত্যুতে হোটল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ২১ ডিসেম্বর রাত ৯ টায় এক তাৎক্ষণিক শোকসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বাইপাস রোডস্থ আঞ্চলিক কার্যালয়ে হোটেল শ্রমিকনেতা শংকর দাসের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর মোঃ জসিমউদ্দিন। সভার শুরুতে প্রয়াত নয়ন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য ২০ ডিসেম্বর রাত ১০ টায় কাজ শেষে চুনারুঘাট থেকে মাধবপুর নিজ বাড়িতে যাওয়ার পথে চুনারুঘাটের অনতিদুরে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে নয়ন সরকারের মর্মান্তিক মৃত্যু ঘটে। সম্প্রতি নয়ন সরকার চুনারুঘাটের একটি রেস্তোঁরায় সহকারী বাবর্চির পদে চাকরী নিয়েছিলেন। সভায় নয়ন সরকারের স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে বক্তব্য রাখেন হোটল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা দিলিপ দাস, সাধারণ সম্পাদক এমডি দুলাল আহমেদ, সহ-সভাপতি রোমেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ফকর মিয়া, কোষাধ্যক্ষ আমরুল হোসেন, রস্তুম মিয়া প্রমূখ। সভা থেকে ঘাতক চালকের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও নয়ন সরকারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদানের দাবি করা হয়। সভায় সর্বসস্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী ২৬ ডিসেম্বর শেরপুর যাত্রীছাউনীর সামনে বৃহত্তর পরিসরে শোকসভা আয়োজন এবং আগামী ২৩ ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ প্রয়াত নয়ন সরকারের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সাথে সহমর্মিতা প্রকাশ ও আর্থিক সহযোগিতা প্রদান করার।