ঢাকা মহানগর আ. লীগ সভাপতি বিদ্যুৎ বিল দেন না তিন বছর!
ডেস্ক রিপোর্টঃ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের প্রতিষ্ঠানের কাছে প্রায় ৭৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তিন বছর ধরে তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ডিপিডিসি) বিল দিচ্ছেন না। সাধারণত দুই মাসের বিল বকেয়া পড়লেই সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম থাকলেও তাঁর ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি।
এম এ আজিজের প্রতিষ্ঠান মেসার্স এস এ হোসেন। এই প্রতিষ্ঠানেরই বকেয়ার জন্য গত ২৯ নভেম্বর ডিপিডিসি থেকে চিঠি দেওয়া হয়। এতে হয়, ‘আপনার ব্যবহৃত স্থাপনার নিকট বিদ্যুৎ বিল বাবদ ডিপিডিসির ৭২ লাখ আটাশি হাজার ৯৯৫ টাকা বকেয়া পাওনা আছে। এ বকেয়া পরিশোধের জন্য আপনাকে বার বার নোটিশ প্রদান করার পরও আপনি তা পরিশোধ থেকে বিরত আছেন।’
চিঠিতে আরো বলা হয়, ‘২০১২ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করেনি এম এ আজিজের মেসার্স এস এ হোসেন।’
বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ডিপিডিসিতে হাজির হয়ে কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না, কেন মামলা দায়ের করে স্থাপনা ক্রোক করা হবে না— এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এম এ আজিজ বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানের এ রকম বকেয়া থাকতেই পারে। এ নিয়ে তো ওদের (ডিপিডিসি) সঙ্গে কথা হয়েছে।’ তিন বছরেও বিচ্ছিন্নহীন অবস্থায় কীভাবে চলছে জানতে চাইলে এম এ আজিজ বলেন, ‘এসব আমার ছেলে দেখে। আমাকে খোঁজ নিতে হবে।’
বিষয়টি নিশ্চিত করে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. নজরুল হাসান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। এ ব্যাপারে কাজ করার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’