হৃদয়বিদারক : দেখুন প্লেনের ইঞ্জিন কিভাবে মূহুর্তে গিলে খেল মানুষটিকে (ভিডিও সহ)

59945ডেস্ক রিপোর্টঃ ঘটনাটা দুই দিন আগের, কিন্তু ভয়াবহ। ‘পুশব্যাক’-এর সময় পাইলট ও গ্রাউন্ড স্টাফের মধ্যে সমন্বয়ের অভাবে এয়ার ইন্ডিয়ার এক ইঞ্জিনিয়ারের শরীরটা ঢুকে যায় চলন্ত ইঞ্জিনের মধ্যে। আর সাথে সাথেই মৃত্যু!
বিশ্বাস হচ্ছে না? কিন্তু ঘটনা সত্য। বুধবার রাত। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অতি পরিচিত এয়ারবাস এ-৩১৯-এর চলন্ত ইঞ্জিনে ঢুকে গেল রবি সুব্রহ্মণমের শরীরটা।
জানা যায়, সে সময় রবির সামনে এয়ার ইন্ডিয়ার আরো একজন কর্মী ছিলেন। কিন্তু বিমানের অস্বাভাবিক গতিবিধি বুঝতে পেরেই সে নাকি মাটিতে বসে পড়ায় প্রাণে বেঁচে যান। কিন্তু রবির এই মর্মান্তিক মৃত্যুর জন্য কে দায়ী? প্রত্যক্ষদর্শী সেই ‘হেল্পার’ জানান, ‘‘পুশব্যাক-এর সময় ‘স্ট্যান্ডার্ড অপারেটিং’ পদ্ধতি ব্যবহার না করার কারণেই মাশুল গুনতে হলো রবি সুব্রহ্মণমকে।’’
তার কথায়, ‘‘পুশব্যাক-এর সময় কোনো চক ব্যবহার করা হয়নি। আসলে বিমানের চাকার তলায় একটি বিশেষ জিনিস লাগানো থাকে, তাকেই বলে ‘চক’। এটা ব্যবহার করলে বিমানের চাকা নিজে থেকে চলতে পারে না। কিন্তু রবির কোনো নির্দেশই গ্রাহ্য করেননি পাইলট। আর তার ফলেই বিমানের দু’টো ইঞ্জিন আচমকা চালু হয়ে যায়। সে সময় কেউ খেয়ালই করেনি যে, রবি তখনও কানে হেডসেট নিয়ে ইঞ্জিনের দিকে পিছন করে দাঁড়িয়েছিলেন।’’

https://www.youtube.com/watch?v=BFSk9MBrRag