শুধুমাত্র একটি মিছিলে থাকায় সৌদি আরবে শিরচ্ছেদ হচ্ছে কিশোরের !!
ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় এক কিশোরের শিরশ্ছেদ করা হচ্ছে। আবদুল্লাহ আল-জাহের নামের ওই ছেলেটির বাবা সন্তানের মুক্তির জন্য বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন।
ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, বিক্ষোভের ঘটনাটি ঘটে চার বছর আগে। ওই সময় আবদুল্লাহ আল-জাহেরের বয়স ছিল ১৫ বছর। আরো ৫১ জনের সঙ্গে তার শিরশ্ছেদ করা হবে।
আবদুল্লাহ আল-জাহেরের বাবা হাসান আল-জাহের আকুতি জানিয়ে দ্য গার্ডিয়ানকে বলেন, ‘মৃত্যুর মুখে থাকা আমার সন্তানকে বাঁচান। শুধু একটি মিছিলে উপস্থিত থাকার কারণে মৃত্যুদণ্ড তার প্রাপ্য নয়।’
আবদুল্লাহর পরিবারের সদস্যরা জানান, ২০১২ সালের মার্চে তাকে আটক করা হয়। এরপর আবদুল্লাহকে ব্যাপক মারধর করা হয়। এর মাধ্যমে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তাকে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।
গত বছর অক্টোবরে এই কিশোরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদি সরকার ১০২ জনের শিরশ্ছেদ করেছে।