বিশ্বনাথে বিরল প্রজাতির ৪টি পেঁচা আটক
তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথে গতকাল মঙ্গলবার বিরল প্রজাতির ৪টি পেঁচা আটক করা হয়েছে। উপজেলার পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ থেকে ওই পেঁচাগুলো আটক করেন গ্রামবাসি। পেঁচা আটকের খবরে উৎসুক জনতা ভীড় করেন জামে মসজিদে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অফিসারকে জানানো হয়েছে।
পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের মোতায়াল্লি মো. জিলু মিয়া জানান, ওয়াজ মাহফিলের মাইক বসাতে গিয়ে দেখা যায় মসজিদের (মিনারায়) মাইকের স্থানে বসা ৪টি বিরল প্রজাতির পেঁচা। পরে এগুলো বের করে নিয়ে আসা হয়।
নেছার আহমদ মুজিব জানান, পেঁচা আটকের খবরে মসজিদে ভীড় করেন উৎসুক জনতা। পরে পেঁচাগুলোকে স্থানীয় সাংবাদিক তজম্মুল আলী রাজুর জিম্মায় দেয়া হয়েছে।
সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্র বিশ্বনাথ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর হাসান পাটান বলেন, পেঁচা আটকের খবর পেয়েছি। এগুলোকে নিয়ে এসে বন বিভাগে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা এসে নিয়ে যাবেন।