জার্মানিতে ফেসবুক অফিসে হামলা
ডেস্ক রিপোর্টঃ জার্মানির হ্যামবার্গে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসে হামলার ঘটনা ঘটেছে। কালো কাপড় ও মুখোশ পরা ১৫-২০ জনের একটি দল এ হামলা চালায়।
রোববার এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
হামলাকারীরা ভবনের প্রবেশ পথে গ্লাস ভাঙচুর করে ও একটি দেয়ালে ‘ফেসবুক ডিসলাইক’ লিখে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মান পুলিশ।
বর্ণবাদী মন্তব্য সরানোয় ব্যর্থ হওয়ায় জার্মানিতে ফেসবুকের ইউরোপীয় প্রধান মার্টিন ওটের বিরুদ্ধে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, এই ব্যর্থতার কারণেই উত্তেজিত জনতা হামলা চালিয়ে থাকতে পারে।