ধরা খেলেন মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক; ফেসবুক পোস্টে তোলপাড় (ভিডিও সহ)

59544ডেস্ক রিপোর্টঃ জাপানে নির্মিত Tokyo Bay Aqua-Line টানেল সেতুকে ’পদ্মা সেতু’ বলে চালিয়ে দিয়ে সোশাল মিডিয়ায় ধরা খেলেন আওয়ামী লীগের জুনিয়র মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এনিয়ে ফেসবুকে নেটিজেনদের মধ্য বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা কতৃক পদ্মা সেতুর পাইলিং কাজ উদ্বোধনের পর মন্ত্রী পলক পদ্মা সেতুর নকশা নিয়ে একটি ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ’আমি জাতির পিতার সন্তান। সব হারিয়ে আমি জনগণের কাজ করছি। আমি দুর্নীতি করি নাই। আমার পরিবারের সদস্যরা দুর্নীতি করে না’ – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরেই ফেসবুকে মিডিয়া কর্মীরা ছবিটিকে জাপানের Tokyo Bay Aqua-Line টানেল সেতু হিসেবে চিহ্নিত করেন। এর প্রতিক্রিয়া খোদ পলকের ফেসবুক পেজে নানা তির্যক মন্তব্য দেখা যায় ।

https://www.youtube.com/watch?v=jEVmhwu3h4c