মামলা হামলায় বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না: হান্নান শাহ
ডেস্ক রিপোর্টঃ মামলা হামলায় বিএনপির নেতাকর্মীরা এখন ভয় পায় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আ স ম হান্নান শাহ। রবিবার দুুপুরে জাতীয় প্রেসকাব মিলনায়তনে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ‘মহান বিজয় দিবস , বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল। পৌর নির্বাচন সুষ্ঠু হলে জনগণ ধানের শীষে ভোট দিবে বলে আশা প্রকাশ করে হান্নান শাহ বলেন, আসন্ন পৌর নির্বাচনে যতই দিন যাচ্ছে, আওয়ামী লীগ ভীত হয়ে বিএনপির নেতাকর্মীর বাধা দিচ্ছে। তিনি বলেন, এই সরকারের পতন হবে। সেটা আন্দোলনের মাধ্যমেই হউক। সাংগঠনিকভাবেই হউক। এ সরকারকে বিদায় দিতে হবে।’ আলোচনায় অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পৌর নিবার্চনে অনিয়মের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য শেষ পেরেক মরার ব্যবস্থা করেছে সরকার’ তিনি বলেন, ‘এ নিবার্চন কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। জনগণ ভোট দিতে পারবে না। আয়োজক সংগঠনের সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।