বিজয়ের মাসে পবিত্র মাজার ও শহীদ মিনারে ছাত্রলীগের সশস্ত্র মহড়ায় নগরবাসী আতংকিত : ছাত্রদল

বিজয়ের মাসে সরকারদলীয় ছাত্র সংগনের আভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে সিলেট নগরীতে ছাত্রলীগ ক্যাডারদের সশস্ত্র মহড়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ছাত্রদল নেতৃবৃন্দ। তারা বলেন- একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের সশস্ত্র মহড়া সিলেটের ছাত্ররাজনীতির গৌরবোজ্জল ইতিহাসকে কলুষিত করেছে। তাদের এই মহড়া থেকে বাদ যায়নি পুন্যভুমির পুন্যস্থান খ্যাত হযরত শাহজালাল (র.) মাজার এবং মহান ভাষা আন্দোলনের স্মৃতি স্তম্ভ শহীদ মিনারও। সিলেটের ছাত্র রাজনীতির ইতিহাসে পবিত্র মাজার প্রাঙ্গনে ও শহীদ মিনারে সশস্ত্র মহড়ার এমন ন্যাক্কারজনক ঘটনা অতীতে কখনো ঘটেনি। ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলে এমন সশস্ত্র মহড়া সিলেটবাসীকে আতংকিত করেছে। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিলেট ছাত্রদল নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বিবৃতি প্রদান করেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ ও মাহফুজুল করিম জেহিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ ও সাবেক সাহিত্য-প্রকাশনা সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, সহ-সাধারন সম্পাদক নাজিম উদ্দিন পান্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, মহানগর সাবেক সদস্য হানুর ইসলাম ইমন ও সদর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।