ওয়াশিংটন ডিসির স্বনামধন্য পত্রিকা নিউজ-বাংলার সপ্তমবর্ষে পদার্পণ
রফিকুল ইসলাম আকাশ, যুক্তরাষ্ট্র থেকেঃ এইত কদিন আগেও আমরা অপেক্ষা করতাম সকালের নাস্তার টেবিলে দৈনিক পত্রিকা । আর সেই পত্রিকা পড়ে দিন শুরু। সেদিন বর্তমান বিশ্বায়নে প্রায় অতীত। হাতে সবার স্মার্টফোন, ইন্টারনেট আর ফেইসবুক…একটা মাত্র ক্লিক, দেশ-বিদেশের খবর মুহুর্তেই। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ মামুলি ব্যাপার মাত্র। অবদানে সবচেয়ে এগিয়ে অনলাইন নিউজ পোর্টাল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তেমনি এক স্বনামধন্য অনলাইন পত্রিকা নিউজ -বাংলা, যার সপ্তম বার্ষিকীতে এক বিশাল আয়োজন।
-আতিয়া মাহজাবীন নীতুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য, নিউজ-বাংলা পরিবারের পরিচিতি এবং সম্বর্ধনায় সফি দেলোয়ার কাজল( সম্পাদক এবং প্রকাশক, নিউজ-বাংলা)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দুতাবাসের ডেপুটি চিফ মাহবুব হাসান সালেহ ।
পর্যায়ক্রমে নিউজ-বাংলার পাতা থেকে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন আহসান কবীর, মিজানুর ভুইয়া, সন্তোষ বড়ুয়া, আনিস আহমেদ, জিয়া উদ্দিন চৌধুরী প্রমুখ।
নিউজ -বাংলার পক্ষ থেকে নাজমা রহমান , সৈয়দ আশরাফ আহমেদ এবং পিপল এন্ড টেকের সিইও আবু বকর হানিপকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরবর্তি পর্বগুলি ছিল নিন্মরুপঃ
-শিশু-কিশোরদের পরিবেশনাঃ ফুলতারা
-সমবেত সংগীতঃ প্রথম কথা শিখছি, মা বলে ডেকেছি
পরিবেশনায় “বাকা”র ক্ষুদে শিল্পীবৃন্দ- অংশ গ্রহনেঃ এরিক,পল, বৃষ্টি, টেলার এবং মৌ
-দলীয় নৃত্যঃ মায়াবতী এল তন্দ্রা
পরিবেশনায় মেরিল্যান্ডের মঞ্জুরী নৃত্যাংগনঃ অংশ গ্রহনেঃ পিটার, সান্দ্রা, মনিষা এবং নিতি। কোরিওগ্রাফী এবং পরিচালনায়ঃ শিল্পী গ্লোরিয়া রোজারিও।
-বিজয় দিবস স্মরণেঃ
স্মারক পত্রঃ নাইম রহমান
আবৃত্তিঃ মিজানুর রহমান
গানঃ মেরিনা রহমান
দলীয় নৃত্যঃ ডাক এসেছে শোন, এক সুরে আওয়াজ উঠাও এক পতাকা তোল। পরিবেশনায়ঃ “বাকা”র নৃত্য শিল্পীবৃন্দ। কোরিওগ্রাফীঃ সিনথিয়া গোমেজ
অংশ গ্রহনেঃ সিনথিয়া, শ্রুতি, মৌ এবং হৃদ,
-টক শোঃ সম্পর্কঃ টিন এজ সন্তানের সাথে বাবা-মায়ের টানাপোড়ন
অংশ গ্রহনেঃ ১। আশরাফ হোসেন এবং সামিরা আশরাফী ২। কুলসুম মিজান এবং মিশৌরী ঐশী
গানঃ কুলসুম আলম এবং মিশৌরী ঐশী
গানঃ সামিরা আশরাফী
-দলীয় নৃত্যঃ পরিবেশনায়ঃ সৃষ্টি নৃত্যাংগন, কোরিওগ্রাফীঃ মিতু গনজালভেজ
” তার বাঁশি যে কেড়ে নিয়ে গেল আমার মন” -অংশ গ্রহনেঃ পুষ্পিতা বড়ুয়া, অনিমা বড়ুয়া এবং ক্রিস্টিন রোজারিও।
“ঢোল বাজে দো-তারা বাজে” অংশ গ্রহনেঃ অনুপমা, রিধা, অনামিকা এবং কারিনা.
-নিউজ-বাংলা-মিডিয়া পার্টনারঃ ঢেউ এবং ফিউশন-২০১৫
অংশ গ্রহনেঃ “বাই” পরিবেশিত “ঢেউ” এবং উদয়ন পরিবেশিত ফিউশন ২০১৫
“ঢেউ” এর ভিডিও ক্লিপ প্রদর্শন এবং নৃত্যঃ অংশ গ্রহনে সামারা এবং আদৃতা, কোরিওগ্রাফী রুমা খান,
ফিউশন ২০১৫ এর ভিডিও ক্লিপ প্রদর্শন এবং দেশের গান,অংশ গ্রহনে রেজাউল করিম শাহীন এবং রুবিনা করিম
-রবীন্দ্রনাথের নারী চরিত্র নিয়ে শো ফ্যাশন শোঃ
গ্রন্থনাঃ সফি দেলোয়ার কাজল, ধারা বর্ননাঃ সামিনা আমিন। অংশ গ্রহনেঃ কামরুন নাহার সুমি, লায়লা মন্ডল, মানাল আমিন এবং অন্তরা রহমান কাউরী, ধারা বর্ননাঃ সামিয়া আমিন এবং জেনি
অনুষ্ঠানটি সমন্বয় করেছেঃ আফিয়া খন্দকার, সহযোগিতাঃ মেরিনা রহমান, আরিফুর রহমান, সামিনা আমিন।
-শ্রুতি নাটকঃ “ওগো বন্ধু আমার”
গ্রন্থনা এবং পরিচালনাঃ সফি দেলোয়ার কাজল
অংশ গ্রহনেঃ আসাদুজ্জামান, শওকত খান দীপু, সিলিকা কনা, খালেকুজ্জামান লিটন এবং সীমু জামান
সংগীতঃ তাপস গোমেজ, দিনার জাহাংগীর, তানিয়া সুলতানা এবং আনন্দ খান
তবলাঃ পল ফেবিয়ান গোমেজ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সফি দেলোয়ার কাজল, শব্দ ব্যবস্থাপনায় এবং নিয়ন্ত্রনে- জামিল খান, মঞ্চ সজ্জায়- আরিফুর রহমান এবং সাহিদা আবেদীন, মঞ্চ ব্যবস্থাপনায়- আরিফুর রহমান (লীড),শারমীন দেলোয়ার অধরা, মেরিনা রহমান, আফিয়া খন্দকার রেখা, রোজিনা আক্তার রুণী।
সার্বিক সহযোগিতায় শাহ হাবিবুর রহমান, পল ফেবিয়ান গোমেজ, নাইম রহমান, সন্তোষ বড়ুয়া, আশরাফ হোসেন, সোয়েব চৌধুরী, মিজানুর ভুইয়া, এন্থনী পিউস গোমেজ, সুবীর কাশ্মির পেরোরা, আরিফুর রহমান স্বপন বিপ্লব দত্ত।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনা নিউজ -বাংলা অনলাইন পত্রিকার লক্ষ ও উদ্দেশ্য । তরুন ও প্রবীন সমন্বয়ে এক ঝাঁক সাংবাদিক ও কলামিষ্ট আছে নিউজ -বাংলা পরিবারে। সকলের সহযোগীতায় যেতে চাই বহুদুর, সমাজ ও সংস্কৃতিতে রাখতে চায় অবদান, এমন এক অংগীকার নিউজ -বাংলা ডট কমের।