বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী : ‘মুসলমানরা’ ইউরোপ দখল করে নেবে

Baba Bhangaডেস্ক রিপোর্টঃ

কে এই বাবা ভাঙ্গা?
বুলগেরিয়ায় জন্ম নেয়া বাবা ভাঙ্গা তাঁর জীবনে যত ভবিষ্যদ্বাণী করেছেন তার ৮৫ শতাংশই মিলে গেছে। ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে তিনি মারা যান। কথিত আছে, রহস্যময় এক ঝড় তরুণী বাবা ভাঙ্গাকে উড়িয়ে নিয়ে এক মাঠে ফেলে দেয়। বেশ কদিন পর পরিবারের লোকজন তাকে খুঁজে পায়। কিন্তু বালু আর ময়লার কারণে ব্যথায় তিনি চোখ খুলতে পারছিলেন না। পরে অন্ধ হয়ে যান তিনি। বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়া, টুইট টাওয়ারে হামলা, জলবায়ু পরিবর্তন – এসব বিষয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ার আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী বাবা ভাঙ্গা। ছবিঘরে জানতে পারবেন তাঁর আগামীর ভবিষ্যদ্বাণীগুলো।
২০১৬
‘মুসলমানরা’ ইউরোপ দখল করে নেবে। কয়েক বছর ধরে ইউরোপে ধ্বংসযজ্ঞ চলতে থাকবে। ফলে লোকজন সব সেখান থেকে পালিয়ে গিয়ে পুরো মহাদেশটি ‘প্রায় খালি’ হয়ে যাবে।
২০১৮
চীন বিশ্বের সবচেয়ে বড় সুপারপাওয়ারে পরিণত হবে।
২০২৩
পৃথিবীর কক্ষপথে পরিবর্তন আসবে।
২০২৮
জ্বালানির নতুন উৎসের সন্ধানে মানুষ শুক্রগ্রহে যাবে।
২০৩৩
পৃথিবীর বরফের একটা বড় অংশ গলে যাবে।
২০৪৩
ইউরোপে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর তার রাজধানী হবে রোম। মুসলমানদের শাসনে বিশ্ব অর্থনীতি গতি পাবে।
২০৪৬
শরীরের প্রতিটি অংশ তৈরি করা যাবে। ফলে চিকিৎসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে অঙ্গ প্রতিস্থাপন।
২০৬৬
মসজিদে হামলার পর যুক্তরাষ্ট্র একটি অস্ত্র ব্যবহার করবে যেটা হঠাৎ তাপমাত্রা কমিয়ে দেবে।
২১০০
কৃত্রিম সূর্য বিশ্বের কিছু অংশের অন্ধকার দূর করে দেবে।
২১১১
মানুষ জীবন্ত রোবট হয়ে যাবে। অথবা বলা যেতে পারে রোবটের অর্ধেকটা হবে মানুষের মতো। এই আধা রোবট-আধা মানুষদের বলা হবে ‘সাইবার্গ’ বা ‘সাইবর্স’।
২১৫৪
এ সময়ের মধ্যে প্রাণীরাও আধা-মানুষে পরিণত হবে।
২১৭০
বিশ্বে খরা দেখা দেবে।
২১৯৫
সাগরের পানির নীচে শহর গড়ে উঠবে।
২১৯৬
এশিয়া ও ইউরোপের মানুষ একসঙ্গে মিলে নতুন এক জাতের মানুষ তৈরি হবে।
২২০১
সূর্যের আলোর ক্ষমতা কমে আসবে। ফলে তাপমাত্রা কমে যাবে।
২২৮৮
টাইম ট্র্যাভেল সম্ভব হবে।
২৪৮০
দুটো কৃত্রিম সূর্যের মুখোমুখি সংঘর্ষ হবে। পৃথিবীতে অন্ধকার নেমে আসবে।
৩০০৫
মঙ্গলগ্রহে বিশ্বযুদ্ধ হবে।